পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আন্তর্জাতিক দাবাখেলায় বাঙালিরা কোথায়?

ছবি
নরওয়ে চেজ ২০২৫ ইভেন্টের শুভসমাপ্তি ঘটল। ম্যাগনাস কার্লসেন সপ্তমবারের জন্য এই শীর্ষে থেকে এই খেতাব জিতলেন। তা বেশ। কিন্তু এই প্রতিযোগিতায় তাঁকে বেশ ভালোরকম ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডি গুকেশ। অল্পবয়সী, নম্র-ভদ্র ব্যক্তিত্বের এই ছেলেটিকে অল্পক্ষণ দেখলেই ভালো লাগে। ব্যবহার বা শরীরী ভাষায় কোনও ঔদ্ধত্য নেই; এ যেন পুরোপুরি ভারতীয় আদর্শে দীক্ষিত! আগেকার দিনে বলা হত ক্রিকেট নাকি ভদ্রলোকেদের খেলা। বর্তমানের দাবাখেলায় গ্র‍্যান্ডমাস্টারদের শরীরী ভাষা দেখলে বলতে ইচ্ছে করে, ক্রিকেট নয়, আসলে দাবা খেলাই হল ভদ্রলোকেদের খেলা। অবশ্য গুকেশের কাছে হেরে কার্লসেনের টেবিলে ঘুঁষি মারার প্রসঙ্গ কেউ কেউ তুলতে পারেন, কিন্তু আমার মনে হয়, সেটা কেবলই একটা ব্যতিক্রম। কারণ কার্লসেন কিন্তু পরমুহূর্তেই গুকেশের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং পরে পিঠ চাপড়ে দেন। স্পষ্টতঃই এটা খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় এবং এমন দৃশ্যই দিনের শেষে বিশ্বখ্যাত একজন দাবাড়ুর থেকে প্রত্যাশিত। দাবা খেলার ইতিহাস ভারতে বহুকালের। সম্ভবত, যখন এই খেলা প্রচলিত হয়, তখন এর নাম ছিল চতুরঙ্গ। তারপর বহু পথ পেরিয়ে এই খেলা ভারতসহ বিশ্বময় জনপ্রিয়তা লাভ করেছে। এবং আজক...