পোস্টগুলি

bengali author লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভ্যালেনটাইন্স ডে - বিশ্বজিতের কথা

 এই যে লিখতে বসেছি, এখন ভ্যালেন্টাইন্স ডের রাত। প্রেমিক-প্রেমিকরা গত বেশ কয়েকদিন ধরে রোজ ডে, প্রপোজ ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বোপরি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতামাতি করে হয়তো ভাবছে এবার কী করা যায়। আগামীকাল মানে ফেব্রুয়ারীর পনেরো তারিখ কী করবে।  আমি অবশ্য ভাবছি না। আমার কোনও প্রেমিকা নেই। আজ থেকে দশ বছর আগেও ছিল না। কুড়ি বছর আগে? উঁহু, না। আমার কখনই প্রেমিকা জোটেনি৷ আসলে শীতে কুঁকড়ে থাকা বুড়ো মানুষের মতোই আমার মনটা। আমার মন মেয়েদের শিকার মনে করে শ্বাপদের মতো ঝাঁপিয়ে পড়তে পারে না। আমার মন হল এক ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানুষের মন। এমন এক মন যা মেয়েদের ভালোবাসার কথা বলতে ভয় পায়। তাই মেয়েদের নির্লজ্জের মতো বিরক্ত করতে পারি না - না স্যোশাল মিডিয়ায়, না বাস্তব জীবনে। কিন্তু তাই বলে কি আমার মধ্যে ভালোবাসা নেই? আছে, ঠিকই আছে।  আমি যেহেতু ভালোবাসা বিলোনোর জন্য সঙ্গিনী খুঁজে পাইনি, তাই নিজের ভালোবাসা মানবীর বদলে বস্তুদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আমি অক্ষরশিল্পী হতে চেষ্টা করেছি, আমি ভালোবেসেছি পাহাড়, আমি অন্ধভাবে মনের ভেতর রেখে দিয়েছি সুন্দর গান ও চলচিত্র। এইসব নিয়েই আমি নিজের জীবনকে বেঁধে